আগামী দুইদিন দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে সপ্তাহের শুরুতেই দিনাজপুরের হিলিসহ দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বললেন দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন।
হিলিতে গত দুইদিন ধরে তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। ভোর থেকে ঘন কুয়াশা থাকলেও সকাল ১০টার দিকে রোদের দেখা মিলেছে। আজ শুক্রবার (২১ জানুয়ারি) সূর্য ওঠায় জনজীবনে নেমে এসেছে স্বস্তি। কাজে ফিরছেন অনেকেই। তবে গতকাল (২০ জানুয়ারি) সারাদিন সূর্যের দেখা মিলেনি।
তোফাজ্জল হোসেন জানান, আজ দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ, বাতাসের গতিবেগ ঘন্টায় ৪-৫ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭ থেকে ৯ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।
তিনি আরও জানান, মৃদু শৈত্যপ্রবাহটি দূরীভূত হয়েছে। আগামী দুইদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পাবে। তবে আগামী সপ্তাহের শুরুতেই (২৩ ও ২৪ জানুয়ারি) দেশের কিছু কিছু স্থানে বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সে সময় শীতের মাত্রা আবারও কিছুটা বৃদ্ধি পেতে পারে।
তাসনিয়া রহমান