আর্কাইভ থেকে ক্রিকেট

কতোটা রাঙাতে পারবে প্রযুক্তিবিহীন বিপিএল

কতোটা রাঙাতে পারবে প্রযুক্তিবিহীন বিপিএল
মাস-দিন-সময়ের অপেক্ষার পালা শেষ করে শুরুর প্রত্যাশায় বিপিএল। সবকিছু ঠিক থাকলে শুক্রবার পর্দা উঠছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টের। উদ্বোধনী ম্যাচে দুপুর দেড়টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় মিনিষ্টার ঢাকার প্রতিপক্ষ খুলনা টাইগার্স। কিন্তু শুরুর আগেই বিপিএল জৌলুস হারিয়েছে অনেকটা। করোনাভাইরাসের নতুন সংক্রমণ ওমিক্রনের প্রভাব দিনকে দিন বাড়ছে। তার বড় ধাক্কাটা লেগেছে বিপিএলের গায়েও। পরিস্থিতি মোকাবিলায় ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তাই বিপিএলের গভর্নিং কমিটিও তৎপর মাঠে ঠুকবে না কোনো দর্শক। ওমিক্রন বাধায় ডিআরএস সুবিধা ব্যবহার করতে পারছে না বিপিএল কর্তৃপক্ষ। আসছেন না প্রত্যাশিত বিদেশি আম্পায়ার, ধারাভাষ্যকাররাও। আম্পায়ারিংয়ের জন্য ইংলিশদের সাথে কথা বলে রেখেছিলো টুর্নামেন্টের গভর্নিং কমিটি। করোনার কারণে না বলে দিয়েছে তারাও। উপায়ন্তর না পেয়ে আম্পায়ার খুঁজতে ভারত ও শ্রীলঙ্কার কাছ থেকে নিতে হলো সাহায্য। একই সমস্যা দেখা দিয়েছে ধারাভাষ্যকার নিয়েও। বিদেশি তারকা ধারাভাষ্যকাররা আসতে চান না বাংলাদেশে। তাই এবার বাধ্য হয়েই দেশি ধারাভাষ্যকারদের ওপরই ভরসা টুর্নামেন্ট কমিটির। সারাবিশ্বেই ডিআরএস সুবিধা দিয়ে থাকেন হক-আই কোম্পানি। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশে আসছে না কোনো টেকনিশিয়ানরা। করোনামহামারির কারণে গতবার বিপিএল অনুষ্ঠিত হয়নি। এবারো একই দৃশ্য। সাথে থাকছে দর্শক শূন্য স্টেডিয়াম। করোনার প্রভাবে বিপিএলে এখনো, ডিসিশন রিভিউ সিস্টেম-ডিআরএস নিশ্চিত করতে পারেনি বিসিবি। সেই অভাবটাই বেশি পোড়াচ্ছে দেশের ক্রিকেটপ্রেমীদের। কারণ ডিআরএস না থাকা মানে নিশ্চিতভাবেই বিতর্কের অবকাশ রেখে দেওয়া। লোকাল আম্পায়ারদের জন্য এবারের টুর্নামেন্টটা বেশ চ্যালেঞ্জিং। ওমিক্রনের সংক্রমণের কারণে বিশ্বজুড়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়াতেই ডিআরএস রাখা যাচ্ছে না বলে দাবি বিপিএল গর্ভনিং কাউন্সিলের। হক-আই প্রযুক্তিতে কাজ করে প্রায় ৫০ শতাংশ ম্যানপাওয়ার। কিন্তু তা ব্যবহারে লোকবল না থাকাটায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিসিবির জন্য। করোনার প্রকোপ কমায়, ২১ সালের জানুয়ারিতে সবুজ গালিচায় ফিরেছিলো আন্তর্জাতিক ক্রিকেট। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছিলো মুশফিক-মাহমুদউল্লাহরা। সেই ধারাবাহিকতাতেই এবার বিপিএল আয়োজনের ভাবনা। কিন্তু আবারো সেই সেই করোনা বিড়ম্বনা।  

এ সম্পর্কিত আরও পড়ুন কতোটা | রাঙাতে | পারবে | প্রযুক্তিবিহীন | বিপিএল