আর্কাইভ থেকে এশিয়া

ফিলিপাইনে যাত্রীবাহী নৌকাডুবি, নিহত ২৫

ফিলিপাইনে যাত্রীবাহী নৌকাডুবি, নিহত ২৫
ফিলিপাইনে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো বেশ কয়েকজন। ঝোড়ো বাতাসের মধ্যে বৃহস্পতিবার (২৭ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে যাত্রীবাহী ওই নৌকাটি ডুবে যায়। আজ শুক্রবার (২৮ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে । প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বাতাসের মধ্যে রাজধানী ম্যানিলার কাছে একটি নৌকা ডুবে গেছে এবং কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। নৌকাডুবিতে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কার্যত সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি)। ডুবে যাওয়া নৌকায় ঠিক কতজন আরোহী ছিলেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, তবে নৌকাডুবির পর ৪০ জনকে উদ্ধার করা হয়েছে । ফিলিপাইন কোস্ট গার্ডের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর সময় উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা নারীর মতো দেখতে এক যাত্রীর মৃতদেহ টেনে আনছেন। পিসিজি বলছে, দুর্ঘটনার সময় নৌকাটি ভূখণ্ড থেকে ৪৫ মিটার (১৪৭ ফুট) দূরে ছিল এবং প্রবল বাতাস আঘাত হানার ফলে সমস্ত যাত্রী আতঙ্কিত হয়ে নৌকার একপাশে চলে যায়। এর ফলে ভারসাম্য হারিয়ে নৌকাটি একপর্যায়ে বিনঙ্গোনানের কাছে পানিতে ডুবে যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিপাইনে | যাত্রীবাহী | নৌকাডুবি | নিহত | ২৫