আর্কাইভ থেকে অপরাধ

মহাসমাবেশে বিএনপির দুই গ্রুপে মারামারি

মহাসমাবেশে বিএনপির দুই গ্রুপে মারামারি
নয়াপল্টনে মহাসমাবেশে আসা জামালপুর মাদারগঞ্জ উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এতে ৪-৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন জামালপুর মাদারগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু। ঘটনার পর আহতরা ইসলামি ব্যাংক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে নয়াপল্টনে ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনে ঘটে এই ঘটনা। প্রাথমিক চিকিৎসা নেয়া শেষে মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমে বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল খানের নেতৃত্বে তার অনুসারীরা আমাদের ওপর হামলা চালায়। আমরা বসে ছিলাম। ১৫-২০ জন লাঠি নিয়ে এসে আমাদের ওপর হামলা করে। এই হামলায় আমাদের ৪-৫ জন কর্মী আহত হয়েছেন। লাঠির আঘাতে আমার দুই হাত কেটে গেছে। তিনি বলেন, আগে থেকেই আমাদের বনিবনা ছিল না। কর্মীদের রক্ষা করতে গেলে তারা আমার ওপর হামলা করে। এদিকে সংঘর্ষের পর এক পুলিশ সদস্যকে ঘটনাস্থল থেকে কিছু লাঠিসোঁটা জব্দ করতে দেখা যায়। সেখানে থাকা এক পুলিশ কর্মকর্তা বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এএ/  

এ সম্পর্কিত আরও পড়ুন মহাসমাবেশে | বিএনপির | দুই | গ্রুপে | মারামারি