আর্কাইভ থেকে ক্রিকেট

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের তারিখ ঘোষণা

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের তারিখ ঘোষণা
২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্টইন্ডিজ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণটির সর্বশেষ দুটি আসর অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার অনেকটা এগিয়ে আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের ৪ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার পর্দা নামবে ৩০ জুন।   এবার বিশ্বকাপে একদম নতুন কিছু ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ গড়ানোর সম্ভাবনা রয়েছে। আর অনুমিতভাবেই সেই ভেন্যুগুলো যুক্তরাষ্ট্রের। ফ্লোরিডা ছাড়াও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সংক্ষিপ্ত তালিকায় আছে মরিসভিলা,ডালাস ও নিউইয়র্ক। এই আসরে মোট ২০টি দল খেলবে। এর মধ্যে পাঁচটি করে দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম রাউন্ডে। আর প্রতি গ্রুপের সেরা দুই দল সুপার-৮ এ জায়গা করে নেবে। শেষ আটে দুই গ্রুপে চারটি করে দল খেলবে। এরপর প্রতিটি গ্রুপ থেকে দুটি করে শেষ চারে উঠবে, এরপর ফাইনাল।  

এ সম্পর্কিত আরও পড়ুন ২০২৪ | টিটোয়েন্টি | বিশ্বকাপের | তারিখ | ঘোষণা