আর্কাইভ থেকে বাংলাদেশ

পুরস্কার কোনও অভিনেতার মাপকাঠি নয়: ঋদ্ধি সেন

পুরস্কার কোনও অভিনেতার মাপকাঠি নয়: ঋদ্ধি সেন

পুরস্কার কোনও অভিনেতার মাপকাঠি নয়, বললেন কলকাতার সবচেয়ে কমবয়সী জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা ঋদ্ধি সেন। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ২০১৯-এর ছবি 'নগরকীর্তন'-এর পেলেন এই শিরোপা। ২০২১-এ চারটি সম্মান ছিনিয়ে নিয়েছিল ছবিটি। মাত্র ২২ বছর বয়সেই ঋদ্ধি সেরা অভিনেতার সম্মান ঝুলিতে ভরেছিলেন।

আনন্দবাজার অনলাইনের লাইভ আড্ডা ‘অ-জানাকথা’য় এক দর্শক প্রশ্নের উত্তরে ঋদ্ধি বলেন, পুরস্কার কখনো কোনও অভিনেতার মাপকাঠি হতে পারে না। উদাহরণ হিসেবে তিনি ঋত্বিক চক্রবর্তীর নাম উল্লেখ করে বলেন, এত ভাল ভাল চরিত্রে অভিনয়ের পরেও তিনি আজও জাতীয় পুরস্কার পেলেন না! তেমনই বহু অভিনেতা আছেন, যাঁরা জাতীয় বা আন্তর্জাতিক স্তরের কোনও সম্মানই হয়তো পাননি। কিন্তু অভিনয়ে তাঁরা কাঁচ কাটা হিরের মতো ধারালো।

ঋদ্ধির আরও যুক্তি, একটি পুরস্কার এক জন অভিনেতার গ্রহণযোগ্যতা কমিয়েও দিতে পারে। তাই প্রকৃত শিল্পী বারেবারে নিজেকে নানা ধরনের চরিত্রে দেখতে চান। লক্ষ্য একটাই, সেই সব চরিত্রের মাধ্যমে আজীবন নিজেকে প্রমাণ করে যাওয়া। এটাই শিল্পী-জীবনের চরম সত্যি।

ঋদ্ধি সেন অভিনেতা কৌশিক সেন ও নৃত্যশিল্পী রেশমি সেনের পুত্র । অভিনেতা শ্যামল সেন ও  চিত্রা সেনের নাতি । ঋদ্ধি কলকাতার ‘স্বপ্নসন্ধানী’ থিয়েটার গ্রুপের একজন নিয়মিত অভিনেতা ও সাউথ পয়েন্ট স্কুল-এর ছাত্র।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন পুরস্কার | কোনও | অভিনেতার | মাপকাঠি | নয় | ঋদ্ধি | সেন