আর্কাইভ থেকে দেশজুড়ে

৪৫ ভাগ কয়েদি মাদক মামলার আসামী

৪৫ ভাগ কয়েদি মাদক মামলার আসামী
কুড়িগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় জেলা কারাগারের জেলার আবু সায়েম জানান, কুড়িগ্রাম কারাগারের মোট কয়েদির মধ্যে ৪৫ ভাগ কয়েদি বিভিন্ন মাদক মামলার আসামী। যা গেলো কয়েক বছরের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। জেলা প্রশাসন ও জেলা নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনাসভা, মাদক জীবন থেকে মুক্ত জীবনে ফিরে আসার গল্পগাথা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এ সময় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম, সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আবু জাফর প্রমুখ। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক ব্যবসায়ীকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। যারা মাদকের মত মরণব্যাধী নেশায় আসক্ত হচ্ছে তাদেরকে মোটিভিশনের মাধ্যমে পুর্বের অবস্থায় ফিরে আনতে পরিবারসহ সবাইকে দায়িত্ব নিতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ৪৫ | ভাগ | কয়েদি | মাদক | মামলার | আসামী