আর্কাইভ থেকে দুর্ঘটনা

থানচিতে ভ্রমণে নিষেধাজ্ঞা, পাহাড় ধসের শঙ্কা

থানচিতে ভ্রমণে নিষেধাজ্ঞা, পাহাড় ধসের শঙ্কা
বান্দরবানে টানা তিনদিনের ভারী বর্ষণে সাংগু নদীর পানি বেড়েছে। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থানচি উপজেলার দুর্গম তিন্দু, রেমাক্রীসহ নৌপথে যেতে হয় এমন সব পর্যটনকেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিতে পাহাড় ধসে পড়ে বান্দরবানের থানচি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুভোর্গে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৪ আগস্ট) বিকেল ৩টায় থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে নৌপথে যেতে হয় এমন সব পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। তবে সড়কপথে যাওয়া যায় এমন সব পর্যটনকেন্দ্রে যেতে বাধা নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো সব স্পটে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। স্থানীয়দের বরাতে ইউএনও বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও জীবন নগরের মাঝামাঝি এলাকায় অনেক বড় একটি পাথর ধসে পড়ে। এতে থানচির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। আবুল মনসুর আরও বলেন, সকাল থেকে থানচি ফায়ার সার্ভিসের একটি দল পাথরটি সরাতে কাজ করে। তবে বড় পাথর সরানোর যন্ত্রপাতি না থাকায় সেনাবাহিনীর সদস্য কাজে নামেন। বিকালের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে আশা করছি। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন থানচিতে | ভ্রমণে | নিষেধাজ্ঞা | পাহাড় | ধসের | শঙ্কা