আর্কাইভ থেকে এশিয়া

ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড

ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এছাড়াও তাকে এক কোটি রুপি জরিমানাও করা হয়েছে। আজ শনিবার (৫ আগস্ট) তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত করে দেশটির অতিরিক্ত ও দায়রা জজ হুমায়ুন দিলাওয়ার এ রায় দেন। দণ্ড ঘোষণার পর তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। এরপরই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। মামলার অগ্রহণযোগ্যতা চেয়ে ইমরানের আইনজীবীদের করা আবেদন খারিজ করে দেন বিচারক। বিচারক বলেছেন, ‘ইমরান খান ইচ্ছাকৃতভাবে তোশাখানার উপহার নিয়ে নির্বাচন কমিশনকে মিথ্যা তথ্য দিয়েছেন এবং তার বিরুদ্ধে দুর্নীতি করার প্রমাণ পাওয়া গেছে।’ নির্বাচনী ১৭৪ ধারার ওপর ভিত্তি করে করে ইমরানকে তিন বছরের জেল দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি পাকিস্তানে তোষাখানা প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে। এটি মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন একটি বিভাগ। সরকার ও অন্যান্য রাজ্যপ্রধান এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা শাসক, সংসদ সদস্য, আমলা ও কর্মকর্তাদের যেসব উপহারসামগ্রী দেন, সেগুলো সংরক্ষণের দায়িত্বে থাকা একটি দপ্তর এটি। তোষাখানার নিয়ম অনুসারে, প্রযোজ্য ব্যক্তিদের দেয়া উপহার এবং অন্যান্য উপকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিয়মিত রিপোর্ট করতে হয়। পাকিস্তান নির্বাচন কমিশনের করা এই মামলায় ইমরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ইমরান | খানের | ৩ | বছরের | কারাদণ্ড