আর্কাইভ থেকে আইন-বিচার

মান্না ‘হত্যা’র বিচার চেয়ে আদালতে শেলী মান্না

মান্না ‘হত্যা’র বিচার চেয়ে আদালতে শেলী মান্না
মান্নার মৃত্যু আজও মেনে নিতে পারেন না তার অনুরাগীরা। মানতে পারেন না তার স্ত্রী শেলী মান্নাও। তার ধারনা, স্বাভাবিক মৃত্যু হয়নি মান্নার। চিকিৎসকদের অবহেলায় প্রাণ হারিয়েছেন এ নায়ক। এমন অভিযোগ এনে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে মামলাও করেছিল মান্নার পরিবার। তবে মান্নার মৃত্যুর ১৩ বছর চলে গেলেও নিষ্পত্তি হয়নি মামলাটির। বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে এ মামলার কার্যক্রমও রয়েছে স্থগিত। বিষয়টি নিয়ে আজ রোববার (৬ আগষ্ট) আদালত প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করেছেন শেলী মান্না। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০০৮ সালে মান্না আমাদের ছেড়ে চলে গেছেন, সেই ২০০৮ সালে আমরা একটা মামলা করেছিলাম হাসপাতালের বিরুদ্ধে। মামলাটি হলো অবহেলা জনিত। সেই সময় মামলাটি একটা মিডিয়া ট্রায়াল হয়েছিল। সবার মধ্যে একটা প্রত্যাশা ছিল মামলটি বিষয়ে আশানুরূপ ফল পাওয়া যাবে, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেছে আমরা তার পরিবার কোনো রেজাল্ট পাচ্ছি না। আমরা পরিবার চাই মামলাটি দ্রুত নিষ্পত্তি হোক। প্রসঙ্গত, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মৃত্যু হয় নায়ক মান্নার। সেদিন বুকে ব্যথা নিয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তার। অভিনেতার মৃত্যুতে কয়েকজন চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে ২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর ঢাকার আদালতে একটি মামলা করেন তার স্ত্রী শেলী কাদেরের ভাই রেজা কাদের। পুলিশের তদন্তে চিকিৎসকদের অবহেলার প্রমাণও মেলে। অভিযুক্ত চিকিৎসকদের বিচারও শুরু হয় আদালতে। কিন্তু তা দীর্ঘায়িত হয়নি। কেননা এক সময় জামিনে বেরিয়ে পড়েন আসামিরা। এরপর ২০০৯ সালে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করা হয়।   এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন মান্না | হত্যার | বিচার | চেয়ে | আদালতে | শেলী | মান্না