আর্কাইভ থেকে জাতীয়

স্বস্তির সঙ্গে ভোগান্তির বৃষ্টি

স্বস্তির সঙ্গে ভোগান্তির বৃষ্টি

রাজধানীতে ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি। থেমে থেমে বৃষ্টি চলেছে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে। ঢাকাসহ উত্তর-মধ্যাঞ্চলেও বৃষ্টি সামান্য বাড়তে পারে। তবে উপকূলীয় জেলাগুলোর মতো প্রবল বর্ষণ হওয়ার আশঙ্কা নেই। দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা কমতে পারে বৃষ্টি বেড়ে যাওয়ায়। চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও বেশ বৃষ্টি ঝরছে।

আজ সোমবার (৭ আগস্ট) দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একদিকে সাধারণ মানুষের মাঝে যেমন স্বস্তির দেখা মিলেছে তার সঙ্গে বেড়েছে ভোগান্তি। বিরামহীন বৃষ্টিতে রাজধানীর  বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। এছাড়াও যানজট তো আছে। বৃষ্টিতে সাধারণ মানুষের ভোগান্তি তা আরও বেড়ে গেছে কয়েকগুণ।

বৃষ্টি থাকায় শিক্ষার্থীদের স্কুলে যেতে, কাজে বের হওয়া এবং অফিসগামী মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গণপরিবহন সংকট ও কিছু কিছু সড়কে যানজট ভোগান্তির মাত্রা আরও বাড়িয়েছে।

এদিকে সঙ্গে রিকশা বা সিএনজিচালিত অটোরিকশাচালকরা অতিরিক্ত ভাড়া হাকাচ্ছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন স্বস্তির | সঙ্গে | ভোগান্তির | বৃষ্টি