আর্কাইভ থেকে ফুটবল

ম্যানসিটিকে হারিয়ে ১৭ তম কমিউনিটি শিল্ড জিতলো আর্সেনাল

ম্যানসিটিকে হারিয়ে ১৭ তম কমিউনিটি শিল্ড জিতলো আর্সেনাল
প্রথমার্ধ সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধের ৭৭ তম মিনিটে পারমারের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। এরপর নির্ধারিত সময় শেষে যোগ করা সময়েরও প্রায় শেষ পর্যায়ে খেলা ঘুরিয়ে দেন লিয়েন্দ্রো ট্রসার্ড। রেফারি শেষ বাঁশি বাজানোর আগে গোল করে সমতায় আনেন আর্সেনালকে। ফলে গেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুট আউটে সিটিজেনদের ৪-১ ব্যবধানে হারিয়ে ১৩ তম কমিউনিটি শিল্ড জিতলো গানাররা। আজ রোববার লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের ক্লাব ফুটবলের নতুন মৌসুমে প্রথম ম্যাচে গেল মৌসুমের দুই শীর্ষ দল ম্যানসিটির বিপক্ষে মাঠে নামে আর্সেনাল। খেলার শুরু থেকে আক্রমণ পালটা আক্রমণের পসরা সাজিয়ে বসে ইংলিশ দুই জায়ান্ট। তবে ডেডলক ভাঙে ম্যাচের ৭৭ তম মিনিটে, কোল পারমারের গোলে এগিয়ে গিয়েছিল সিটি। নির্ধারিত ৯০ মিনিটের পর ৮ মিনিট যোগ করেছিলেন রেফারি। সেই যোগ করা সময়ও পেরিয়ে গিয়েছিল। বলা যায়, যোগ করা সময়ের অতিরিক্ত সময় চলছিল। এমন সময় আর্সেনাল সমতা আনবে এমন কামনা বোধ হয় দলটির পাঁড় ভক্তও করেননি। শেষ মুহূর্তে ডি বক্সে ঢোকার মুখে বল পেয়ে যান আর্সেনালের লিয়ান্দ্রো ট্রসার্ড। তাঁর নেওয়া জোরালো শট সিটির মানুয়েল আকানজির পায়ে লেগে দিক পাল্টে ঢুকে যায় জালে! ব্যস, পাল্টে গেল পাশার চাল! স্কোর হয়ে গেল ১-১! অথচ বল আকানজির গায়ে না লাগলে সরাসরি সিটি গোলরক্ষক স্তেফান ওরতেগার হাতে চলে যেত। ১১৫ বছরের পুরোনো কমিউনিটি শিল্ডে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিট খেলা হয় না। সমতায় থাকলে ম্যাচ সরাসরি চলে যায় টাইব্রেকারে। সেখানে আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগার্ডের পর একে একে সফল স্পট কিক নেন সমতা ফেরানো তোসার, বুকায়ো সাাকা ও ফাবিও ভিয়েইরা। সিটির হয়ে জালের দেখা পান শুধু বের্নার্দো সিলভা। কেভিন ডি ব্রুইনার শট লাগে বারে আর রদ্রির শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন আর্সেনাল গোলরক্ষক অ্যারন রামসডেল। তাতে ৪-১ ব্যবধানের জয় পায় আর্সেনাল। আর কোচ মিকেল আরতেতা পান তৃতীয় ট্রফির দেখা। ২০২০ সালের পর এটিই আর্সেনালের প্রথম শিরোপা। সবশেষ শিরোপাটাও ছিল এই কমিউনিটি শিল্ড। সেবারও লিভারপুলকে ট্রাইব্রেকারে হারিয়ে জিতেছিল ট্রফি। যেই ম্যাচে আলোচনায় আসে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী গোল রক্ষক এমিলিয়ানো মারটিনেজ। আজ সিটির বিপক্ষে জয়ে লিভারপুলকেও ছাড়িয়ে গেছে আর্সেনাল। গানারদের কমিউনিটি শিল্ড এখন ১৭টি, অলরেডদের ১৬টি।

এ সম্পর্কিত আরও পড়ুন ম্যানসিটিকে | হারিয়ে | ১৭ | তম | কমিউনিটি | শিল্ড | জিতলো | আর্সেনাল