আর্কাইভ থেকে ক্রিকেট

লাবুশেনকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

লাবুশেনকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা
চলতি বছর ভারতে মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ওয়ানডে বিশ্বকাপ। আসরটিকে সামনে রেখে দল সাঁজাতে শুরু করেছে দেশ গুলো। তারই ধারাবাহিকতায় বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ঘোষিত এই দলে জায়গা হয়নি লাবুশেনের। সোমবার (৭ আগস্ট) ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে। যা আগামী ২৮ সেপ্টেম্বর চূড়ান্ত হবে। আসন্ন দক্ষিণ আফ্রিকা ও ভারত সফরে বিশ্বকাপের জন্য ঘোষিত এই দল নিয়েই খেলবে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। ওয়ানডে দলে অধিনায়কের দায়িত্বে রয়েছেন প্যাট কামিন্স। দলের বড় চমক মারনাস লাবুশেনের না থাকা। অস্ট্রেলিয়ার হয়ে সবশেষ ৯টি ওয়ানডে খেলেছিলেন তিনি। দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার তানভীর সাঙ্গা এবং অলরাউন্ডার অ্যারন হার্ডিক। দুজনেই রয়েছেন অভিষেকের অপেক্ষায় । অস্ট্রেলিয়ার ১৮ সদস্যের প্রাথমিক দল প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।  

এ সম্পর্কিত আরও পড়ুন লাবুশেনকে | বাদ | দিয়ে | অস্ট্রেলিয়ার | বিশ্বকাপ | দল | ঘোষণা