ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রাফায়েল নাদাল। রজার ফেদেরার ও নোভাক জোকোভিচকে ছাড়িয়ে ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের আরো কাছে এই স্প্যানিশ টেনিস তারকা। ইতালিয়ান মারেত্তেও বেরেত্তিনিকে ৩-১ সেটে হারিয়ে ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন ৩৫ বছর বয়সী নাদাল।
রড লেভার অ্যারেনায় শুরু থেকেই আধিপত্য ছিলো নাদালের। প্রথম দুই সেট বেরেত্তিনিকে পাত্তাই দেননি ২০টি গ্র্যান্ডস্লাম জয়ী। জেতেন ৬-৩, ৬-২ গেমে। তবে পরের সেটে ঘুরে দাঁড়ান ওয়ার্ল্ড নাম্বার সেভেন। সেট জিতে নেন ৬-৩ গেমে।
চতুর্থ সেট বেরেত্তিনিকে একই ব্যবধানে হারিয়ে ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে নাদাল। ২৯তম গ্র্যান্ডস্লাম ফাইনাল খেলার অপেক্ষায় স্প্যানিশ তারকা। শিরোপানির্ধারনীতে প্রতিপক্ষ স্টেফানোস সিতসিপাস অথবা দানিল মেদভেদেভ।
রোববার রাতে অনুষ্ঠিত হবে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল। আগের পাঁচ বার এই গ্র্যান্ডস্ল্যামের ফাইনাল খেলে চারবারই হেরেছিলেন নাদাল। একমাত্র জয়টি এসেছে ২০০৯ সালে। রজার ফেদেরারকে হারিয়ে শিরোপা জেতা নাদাল সেবারই প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন।
হাসিব মোহাম্মদ