আন্তর্জাতিক

ইসরাইলের সঙ্গে গোপনে অস্ত্র চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

গোপনে ইসরাইলের সঙ্গে ইতিহাসের অন্যতম বড় অস্ত্র চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার (১৯ ডিসেম্বর) ফরাসি অনুসন্ধানী সংবাদমাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে প্রায় ২৩০ কোটি ডলারের এই চুক্তি হয়েছে। এটি ইসরাইলের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র চুক্তি বলে মনে করা হচ্ছে।

চুক্তির আওতায় আমিরাত এলবিটের উন্নত জে-মিউজিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে, যা লেজার প্রযুক্তি ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সেন্সর অকার্যকর করতে সক্ষম।

 

তবে সংবেদনশীল সামরিক প্রযুক্তির কারণে চুক্তির অনেক তথ্য গোপন রাখা হয়েছে। এ নিয়ে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করলেও আমিরাত এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সংযুক্ত আরব আমিরাত #ইসরায়েলে #ইন্টেলিজেন্স অনলাইন #অস্ত্র চুক্তি