আর্কাইভ থেকে ফুটবল

পিএসজিতে যোগ দিলেন বিশ্বকাপ অভিষেকে হ্যাটট্রিক করা রোনালদো-সতীর্থ

পিএসজিতে যোগ দিলেন বিশ্বকাপ অভিষেকে হ্যাটট্রিক করা রোনালদো-সতীর্থ
লিওনেল মেসি পিএসজি ছেড়ে চলে গেছেন ইন্টার মায়ামিতে। কিলিয়ান এমবাপ্পেও একই পথে। এরই মধ্যে গতকালের খবর নেইমার জুনিয়রও ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। পিএসজিও নতুন প্রজেক্টে তারার হাট না বানিয়ে তারুণ্য নির্ভর দল তৈরি করতে চায়। এরই মধ্যে প্যারিসের ক্লাবটি নতুন বেশ কিছু তরুণ খেলোয়াড়কে দলে টেনেছে। যাঁদের মধ্যে আছেন লুকাস এরনান্দেজ ও মার্কো আসেনসিওর মতো খেলোয়াড়। উসমান ডাম্বেলেও বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়াও প্রায় চূড়ান্ত। এবার নাসের আল খেলাইফির দল বিশ্বকাপে অভিষেকে হ্যাট্রিক করা রোনালদোর সতীর্থ গনসালো রামোসকে ধারে এক বছরের জন্য দলে টানছে। কাতার বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে পর্তুগালের প্রথম একাদশে সুযোগ পেয়েই ইতিহাস গড়েছিলেন এই রামোস। শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতেই জাতীয় দলের জার্সিতে প্রথমবার শুরুর একাদশে খেলার সুযোগ পেয়ে হ্যাট্রিক করেছিলেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। গত মৌসুমে বেনফিকার হয়ে ৩০ ম্যাচে ১৯ গোল করা রামোস পিএসজিতে যোগ দেওয়াকে ক্যারিয়ারের বাঁক বদল হিসেবেই দেখছেন, ‘প্যারিস সেন্ট-জার্মেইয়ে যোগ দেওয়া খুব গর্বের ও খুব আনন্দের। সেরা সব খেলোয়াড় নিয়ে পিএসজি বিশ্বের অন্যতম সেরা ক্লাব।’  

এ সম্পর্কিত আরও পড়ুন পিএসজিতে | যোগ | দিলেন | বিশ্বকাপ | অভিষেকে | হ্যাটট্রিক | করা | রোনালদোসতীর্থ