আর্কাইভ থেকে চাকরির খবর

পেনশনারদের লাইফ ভেরিফিকেশন বিষয়ে অবহিতকরণ

পেনশনারদের লাইফ ভেরিফিকেশন বিষয়ে অবহিতকরণ
প্রতিরক্ষা সার্ভিসের সামরিক/বেসামরিক সম্মানিত পেনশনারদের পেনশন সচল রাখতে বছরে এক বার লাইফ ভেরিফিকেশন করতে হয়। ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) কর্তৃক সম্মানিত পেনশনারদের মোবাইলে ক্ষুদেবার্তা পাঠিয়ে লাইফ ভেরিফিকেশন বিষয়ে অবগত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্ষুদেবার্তা প্রাপ্তির এক মাসের মধ্যে যেকোনো জাতীয় পরিচয়পত্রসহ লাইফ ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। অন্যথায় মাসিক পেনশন বন্ধ হয়ে যাবে। উপজেলা, জেলা, বিভাগীয় হিসাবরক্ষণ কার্যালয় ও সিএএফও কার্যালয় এবং সেনানিবাসে অবস্থিত এফপিও, এরিয়া এফসি, এফসি, এসএফসি ও সিসিডিএফ (পেনশন ও ফান্ড) কার্যালয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে সম্মানিত পেনশনারদের লাইফ ভেরিফিকেশনের জন্য সিসিডিএফ (পেনশন ও ফান্ড) অফিস ঢাকায় আসার কোনো প্রয়োজন নেই। প্রত্যেক সম্মানিত পেনশনার তার এলাকার যেকোনো হিসাবরক্ষণ অফিস বা এফপিও, এফসি/এসএফসি অফিস থেকে লাইফ ভেরিফিকেশন করতে পারবেন। যেকোনো প্রয়োজনে জান্নাতুল ফেরদৌস, সিসিডিএফ (পেনশন ও ফান্ড) ০১৫২১৪৩২৮৪০ ও মো. নাজমুল হাসান, ডেপুটি সিজিডিএফ (প্রশাসন)-০১৭৬৯৫৯০০১৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন পেনশনারদের | লাইফ | ভেরিফিকেশন | বিষয়ে | অবহিতকরণ