আর্কাইভ থেকে বাংলাদেশ

বিপিএলে আজ সাকিব-মুশফিক লড়াই

বিপিএলে আজ সাকিব-মুশফিক লড়াই

বিপিএলের অষ্টম আসরে শনিবার (২৯ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। টেবিলের তলাতিনে থাকা সাকিবরা এই ম্যাচে জয়ে ফিরতে মরিয়া। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামপর্বে এখনো মাঠে নামা হয়নি দলটির। তবে মিরপুরে তিন ম্যাচ খেলে সাকিবরা হেরেছে দুই ম্যাচে। অথচ বরিশালকে এবার ধরা হয়েছিলো হট ফেবারিট। প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি হয়নি সমর্থকদের। তবে এখনই হতাশ হওয়ার কিছু নেই। বাকি ম্যাচগুলোতে ঘুড়ে দাঁড়াতে পারলে তারা পয়েন্ট টেবিলের শীর্ষেও পৌঁছেও যেতে পারে। 

টুর্নামেন্টে শুরুটা অবশ্য সাকিবরা শুরু করেছিলো জয় দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে তারা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছিলো ৪ উইকেটের ব্যবধানে। এরপর দ্বিতীয় ম্যাচে তারা মিনিস্টার ঢাকার বিপক্ষে হেরেছে ৪ উইকেটের ব্যবধানে। ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভোদের মতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ব্যাটার নিয়েও হয়েছে তাদের ভরাডুবি। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গুটিয়ে যায় মাত্র ৯৫ রানে। তবে চট্টগ্রামে সাকিবের সঙ্গে গেইল-ব্রাভো-জিয়াউর রহমানরা জ্বলে উঠলে খুলনা টাইগার্সের বিপক্ষে জয় তোলা অসম্ভব না ফরচুন বরিশালের। 

মুশফিকের দলকে হারানো সহজ হবে না সাকিবের বরিশালের। তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিনে আছে খুলনা টাইগার্স। নিজেদের প্রথম ম্যাচে তারা ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে মিনিস্টার ঢাকাকে। দ্বিতীয় ম্যাচে অবশ্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হেরেছে ২৫ রানের ব্যবধানে। তৃতীয় ম্যাচে আবার তাদের বিপক্ষে মাঠে নেমে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে খুলনা। বরিশালের বিপক্ষে খুলনার ট্রাম্পকার্ড আন্দ্রে ফ্লেচার, প্রসান্না ও থিসারা পেরেরা। একই সঙ্গে মুশফিক, ইয়াসির রাব্বি, ফরহাদ রেজারা জ্বলে উঠতে পারলে জয় নিয়ে মাঠ ছাড়বে টাইগার্স। 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন বিপিএলে | আজ | সাকিবমুশফিক | লড়াই