আর্কাইভ থেকে ক্রিকেট

এশিয়া কাপের দল ঘোষণা করলো বিসিবি

এশিয়া কাপের দল ঘোষণা করলো বিসিবি
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি। ১৭ সদস্যের সেই দলে জায়াগা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের। গতকালকেই সাকিব আল হাসানকে এশিয়া কাপ ও বিশ্বকাপের অধিনায়ক ঘোষণা করেছিল বোর্ড। আজ  শনিবার ঘোষণা করা হলো এশিয়া কাপে বাংলাদেশের দল। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটি ২২ বছর বয়সী ওপেনার তানজীদ হাসান। দলে ফিরেছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান, স্পিনার নাসুম আহমেদ। গত মার্চে আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন নাসুম। মেহেদী হাসান বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছর এশিয়া কাপে। ওয়ানডে দলে অভিষেকের অপেক্ষায় থাকবেন শামীম হোসেন। বাংলাদেশের হয়ে এর আগে ১৭টি টি–টোয়েন্টি খেলেছেন শামীম। এর আগে ওয়ানডে দলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি। এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজীদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, মোহাম্মদ নাঈম ও নাসুম আহমেদ।      

এ সম্পর্কিত আরও পড়ুন এশিয়া | কাপের | দল | ঘোষণা | করলো | বিসিবি