আর্কাইভ থেকে বাংলাদেশ

এমডির অপসারণের দাবিতে এফডিসিতে বিক্ষোভ

এমডির অপসারণের দাবিতে এফডিসিতে বিক্ষোভ

শিল্পী সমিতির নির্বাচনের দিন প্রযোজক, পরিচালকসহ ১৭ সংগঠনের কাউকেই এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি। বেশ কয়েকজন বরেণ্য পরিচালক সেদিন এফডিসির গেট থেকে বিষণ্ন মুখে ঘরে ফিরেছিলেন। এরই প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ চলছে এফডিসিতে।

শনিবার (২৯ জানুয়ারি) এ ঘটনা ক্ষুব্ধ হয়ে চলচ্চিত্রের ১৭ সংগঠনের সদস্যরা ঘোষণা দেন এর পর থেকে শিল্পী সমিতির আর কোনো নির্বাচন এফডিসিতে হতে পারবে না। 

শুধু তাই নয়, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিনের পদত্যাগ ও শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

১৭ সংগঠনের মুখপাত্র চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান বলেন, নির্বাচনের দিন পরিচালক, প্রযোজক এবং অন্যান্য স্টাফকে এফডিসির বাইরে অবস্থান করতে হয়েছে। আমাদের অনেককে লাঞ্ছিতও করা হয়েছে। আমরা ঘোষণা দিচ্ছি— সামনের কোনও শিল্পী সমিতির নির্বাচন এফডিসিতে হতে পারবে না। শিল্পী সমিতিকে যদি কোনও নির্বাচন করতেই হয়, তবে তা হতে হবে এফডিসির বাইরে অন্য কোথাও। এখানে আর নয়।

এ সম্পর্কিত আরও পড়ুন এমডির | অপসারণের | দাবিতে | এফডিসিতে | বিক্ষোভ