আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া। শুধু জানুয়ারি মাসেই সপ্তম বারের মতো এই ক্ষেপনাস্ত্র ছুঁড়লো তারা।
আজ রোববার (৩০ জানুয়ারি) সকালে স্থানীয় সময় সকাল ৭টা ৫২ মিনিটে উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এটি ২০১৭ সালের পর থেকে এ পর্যন্ত সর্ববৃহৎ বলে মনে করছে দক্ষিণ কোরিয়া। সূত্র: বিবিসি
জাপান ও উত্তর কোরিয়ার কর্মকর্তারা এ তথ্য জানান, ক্ষেপণাস্ত্রটি ৩০ মিনিট উড়ে দুই হাজার কিলোমিটার দূরে জাপান সাগরে পড়ে। । এরই মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র এর নিন্দা জানিয়েছে। জানুয়ারিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা বিভাগ ব্যাপক ব্যস্ততা দেখিয়েছে। বেশ কয়েকটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি।
যুক্তরাষ্ট্র বলেছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া জাতিসংঘের চুক্তি ভঙ্গ করেছে। এসব উসকানিমূলক কর্মকাণ্ড ছেড়ে উত্তর কোরিয়াকে ফলপ্রসূ আলোচনার পথে হাঁটার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ও পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করে রেখেছে জাতিসংঘ। দেশটির ওপর কড়া নিষেধাজ্ঞাও জারি রেখেছে বিশ্ব সংস্থাটি। কিন্তু, এসব নিষেধাজ্ঞা থোড়াই কেয়ার করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি দেশের প্রতিরক্ষা শক্তি বাড়িয়েই চলেছেন।
দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানায়, রোববার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি ইন্টারমিডিয়েট-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল (আইআরবিএম)। এটি সম্ভবত ২০১৭ সালের নভেম্বরের পর ছোড়া সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র।
তাসনিয়া রহমান