আর্কাইভ থেকে বাংলাদেশ

পঞ্চগড়ে দুই মাদরাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পঞ্চগড়ে দুই মাদরাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পঞ্চগড়ের সদর উপজেলায় দুই মাদরাসা ছাত্র কে বলৎকারের অভিযোগে আবু বক্কর সিদ্দিক (২৪) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

২৯ জানুয়ারি রাতে ওই মাদরাসা শিক্ষককে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় মাদরাসা ছাত্রের (১২) বাবা শনিবার রাতে বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষনের অপরাধে একটি মামলা দায়ের করেছেন।

আজ রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যেমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

আবু বক্কর সিদ্দিক উপজেলা হাফিজাবাদ ইউনিয়নের বাটুভিটা নুরানী এতিম খানা ও মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তার বাড়ি উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ জিন্নাত পাড়া এলাকায়। এদিকে ঘটনার পর থেকেই মাদরাসাটি ৫ দিনের জন্য বন্ধ ঘোষনা করেছে মাদরাসা কর্তৃপক্ষ। 

মামলার এজহার সূত্রে জানা যায়, দেড় বছর আগে মাদরাসা ছাত্রের (১২) বাবা তার ছেলে ও ফুফাতো ভাইয়ের ছেলে (১০) কে হাফেজী পড়ার জন্য হাফিজাবাদ ইউনিয়নের বাটু ভিটা নুরানী এতিম খানা ও মাদরাসায় ভর্তি করান। ওই দুই ছাত্রই মাদরাসাটিতে আবাসিকে থাকতো। গত ২৮ জানুয়ারী (শুক্রবার)  ভোরে মাদরাসায় অধ্যয়নরত ছাত্র (১২) কে ওই শিক্ষক তার নিজ রুমে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বলৎকার করেন ওই শিক্ষক। এর আগে ওই মাদরাসাটির আরেক ছাত্র (১০) কে ২৭ জানুয়ারী (বৃহস্পতিবার) গভীর রাতে বলৎকার করেন তিনি। পরে বিষয়টি ছাত্রদের মাধ্যমে জানতে পারেন স্থানীয়রা। ২৮ জানুয়ারী (শুক্রবার) বিকেলে মাদরাসা ছাত্রের বাবা (১২) স্থানীয়দের মাধ্যেমে বিষয়টি জানতে পেরে মাদরাসাটিতে ছুটে যান। পরে ওই মাদরাসা শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সব স্বীকার করে ছাত্র দুইজনের বাবাদের নিকট ক্ষমা চান। মাদরাসা ছাত্রের বাবা (১২) জানান, ঘটনার পর থেকে আমি আমার ছেলে ও ভাতিজাকে বাসায় নিয়ে এসেছি। মাদরাসাটি ৫ দিনের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আমি এ ঘটনার বিচার চাই।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া দুই শিশুকে বলৎকারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া ওই মাদরাসা শিক্ষককে রবিবার দুপুরে আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন পঞ্চগড়ে | দুই | মাদরাসা | ছাত্রকে | বলৎকারের | অভিযোগে | শিক্ষক | গ্রেপ্তার