করোনা হানা দেয়ার পর ভারতীয় সিনেমায় সবচেয়ে বড় ঝড় তোলা প্রজেক্ট ‘পুষ্পা: দ্য রাইজ’। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘পুষ্পা’। কেননা, বড় বাজেটের বলিউড-হলিউড সিনেমাকেও টপকে গেছে সিনেমাটি। তেলেগু ভাষায় নির্মিত সিনেমাটি মুক্তি পায় হিন্দিসহ পাঁচটি ভাষায়। মুক্তির পর বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছে। ইতোমধ্যে সিনেমাটির বিশ্বব্যাপী আয় ছাড়িয়ে গেছে ৩৫০ কোটি রুপির মাইলফলক।
আল্লু অর্জুন অভিনীত ব্লকবাস্টার হিট এই সিনেমা নিয়ে আলোচনার শেষ নেই। সেই চর্চার ফাঁকেই জানা গেল, সিনেমাটির প্রস্তাব ফিরিয়েছেন বেশ কয়েকজন সিনে তারকা। তাদের মধ্যে আছেন মহেশ বাবু, দিশা পাটানি, নোরা ফাতেহি প্রমুখ। একজন বাঙালি অভিনেতার নামও উঠে আসে এসময়। যিনি ‘পুষ্পা’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন। কলকাতার বাংলা সিনেমার তারকা যিশু সেনগুপ্ত। যদিও এখন তিনি বলিউড ও দক্ষিণী সিনেমায় নিয়মিত কাজ করছেন। নিজের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতার পরিধি বিস্তৃত করেছেন সুনিপুণ অভিনয় দক্ষতা দিয়ে।
এই সিনেমায় মালায়ালাম সুপারস্টার ফাহাদ ফাসিলের চরিত্রটির জন্য প্রথমে যিশু সেনগুপ্তকে বেছে নিয়েছিলেন নির্মাতা সুকুমার। তাঁর ইচ্ছেও অবশ্য ছিল। কিন্তু করোনার কারণে প্রস্তাবটি ফিরিয়ে দেন বাঙালি এ অভিনেতা। তুমুল আলোচিত এই সিনেমায় কাজ করতে না পেরে কিছুটা আক্ষেপ রয়েছে যিশুর। তবে সেটা ঘুচিয়ে নিয়েছেন অন্য একটি প্রজেক্টের মাধ্যমে। দক্ষিণী সিনেমার কিংবদন্তি চিরঞ্জীবীর সঙ্গে ‘আচার্য’ সিনেমায় কাজ করেছেন যিশু। যা তার জন্য বড় মাইলফলক বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, মূল্যবান লাল চন্দন কাঠের অবৈধ বাণিজ্যকে ঘিরে ‘পুষ্পা’ নির্মাণ করেছেন সুকুমার। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। তার বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। আর ফাহাদ ফাসিল অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। সিনেমাটির আইটেম গানে নেচে ঝড় তুলেছেন সামান্থা রুথ প্রভু। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে ‘পুষ্পা’। মুক্তির তৃতীয় দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি টাকার ব্যবসা করে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। দুই পর্বে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এবার অপেক্ষা দ্বিতীয় পর্বের।
অনন্যা চৈতী