আর্কাইভ থেকে ক্রিকেট

এশিয়া কাপের দল ঘোষণা করলো নেপাল

এশিয়া কাপের দল ঘোষণা করলো নেপাল
আগামী ৩০ আগস্ট থেকে  অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ার ক্রিকেটের জনপ্রিয় আসর এশিয়া কাপ। টুর্নামেন্টটিতে এই প্রথম বাছাইপর্ব পেরিয়ে ছয় দলের এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে নেপাল। এবার আসরটিকে সামনে রেখে  ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। যে দলে রয়েছেন ঘোষিত দলে রোহিত কুমার পাওডেলকে অধিনায়ক করা হয়েছে। দেশটির তারকা লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে সঙ্গে স্পিন আক্রমণে আছেন অভিজ্ঞ স্পিনার ললিত নারায়ণ রাজবানশি। আর পেস আক্রমণের দায়িত্বে রয়েছেন সোমপাল কামি ও কারান কেসি। ২০২৩ এশিয়া কাপে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ৬ দল। এই আসরে ভারত ও পাকিস্তানের গ্রুপ ‘এ’-তে রয়েছে নেপাল। আর গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে সুপার ফোরে। সেখান থেকে সেরা দুটি শিরোপার লড়াইয়ে নামবে। এশিয়া কাপে নেপালের স্কোয়াড : রোহিত কুমার পাওডেল (অধিনায়ক), মোহাম্মদ আসিফ শেখ, কুশাল ভুরটেল, ললিত নারায়ণ রাজবানশি, ভিম শারকি, কুশাল মাল্লা, দিপেন্দ্রা সিং আইরে, সন্দ্বীপ লামিচানে, কারান এলসি, গুলশান কুমার ঝা, আরিফ শেখ, সোমপাল কামি, প্রাতিশ জিসি, কিশোর মাহাতো, সুন্দীপ জোরা, অর্জুন সাউদ ও শায়াম ধাকাল।

এ সম্পর্কিত আরও পড়ুন এশিয়া | কাপের | দল | ঘোষণা | করলো | নেপাল