জার্মানির পশ্চিমের রাইনল্যান্ড-প্যালাটিনাট রাজ্যে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সড়কে দায়িত্ব পালনকালে একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় তাদের গুলি করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়।
স্থানীয় সময় সোমবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ফ্রান্স সীমান্তবর্তী ওই রাজ্যের কুজেল জেলায় এ ঘটনা ঘটে। খবর: বিবিসি।
পুলিশ জানায়, সোমবার বিকেলে দায়িত্ব পালনের সময় ২৯ বছর বয়সী এক পুরুষ ও ২৪ বছর বয়সী এক নারী পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩২ ও ৩৮ বছর বয়সি দুই যুবককে আটক করা হয়েছে। এছাড়া হামলায় যারা সহযোগিতা করেছেন তাদের আটক অভিযান অব্যাহত রয়েছে।
তাসনিয়া রহমান