আর্কাইভ থেকে বাংলাদেশ

ডিজিটাল সেট টপ বক্স বাধ্যতামূলক: তথ্যমন্ত্রী

ডিজিটাল সেট টপ বক্স বাধ্যতামূলক: তথ্যমন্ত্রী

আগামী ১ এপ্রিলের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম এবং ১ জুনের মধ্যে বিভাগীয় ও মেট্রোপলিটন সিটির মধ্যে ডিজিটাল সেট টপ বক্স বাধ্যতামূলক করা হবে। অন্যথায় বিভিন্ন চ্যানেল বন্ধ হয়ে যাবে। জানালেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দুই মাসের মধ্যে কেবল অপারেটিং সিস্টেম ও সম্প্রচার মাধ্যমকে পুরোপুরি ডিজিটালাইজ করতে হবে।

তিনি আরও বলেন, কেবল অপারেটিং সিস্টেম ও সম্প্রচার মাধ্যমকে পুরোপুরি ডিজিটালাইজ করতে দুই মাস সময় বেঁধে দেয়া হয়েছে।

তথ্যমন্ত্রী জানান, আগামী ৩১ মার্চের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে ডিজিটাল সেট টপ বক্স ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে। সেইসঙ্গে আগামী ১ জুনের মধ্যে বিভাগীয় শহর ও জেলা শহরে ডিজিটাল সেট টপ বক্স স্থাপন করতে হবে। অপারেটররা যথাসময়ে সেট টপ বক্স সরবরাহ করবে। অন্যথায় বিভিন্ন চ্যানেল দেখতে পারবেন না।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন ডিজিটাল | সেট | টপ | বক্স | বাধ্যতামূলক | তথ্যমন্ত্রী