আর্কাইভ থেকে আওয়ামী লীগ

সিরিজ বোমা হামলার প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ বিকেলে

সিরিজ বোমা হামলার প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ বিকেলে
দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। ১৮ বছর ধরে এ কর্মসূচি পালন করে আসছে ক্ষমতাসীন দলটি। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার (১৬ আগস্ট) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মসূচি পালনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ‘বিএনপি-জামায়াত অশুভ জোট’ সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ১৭ আগস্ট (বৃহস্পতিবার) সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উল্লেখ্য, ২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়েছিল। এরপর থেকে দিনটিকে সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ আওয়ামী লীগ।

এ সম্পর্কিত আরও পড়ুন সিরিজ | বোমা | হামলার | প্রতিবাদে | আলীগের | বিক্ষোভ | বিকেলে