আর্কাইভ থেকে অপরাধ

সাঈদীর চিকিৎসককে হুমকি দেয়া নারী গ্রেপ্তার

সাঈদীর চিকিৎসককে হুমকি দেয়া নারী গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হুমকিদাতা আরেক নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটি)। বুধবার (১৬ আগস্ট) রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে হাফিজা মাহবুবা বৃষ্টি (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, সাঈদীর চিকিৎসকের দায়ের করার জিডির অভিযুক্ত হাফিজা মাহবুবা বৃষ্টিকে (৩২) ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। এর আগে চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার অভিযোগে এক হুমকিদাতাকে গ্রেপ্তারের কথা জানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১৬ আগস্ট) রাতে ঝিনাইদহ থেকে হুমকিদাতা তফসিরুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন জানান, জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকিদাতা তফসিরুল ইসলামকে (২৩) ঝিনাইদহের মহেশপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয়। আজ সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন সাঈদীর | চিকিৎসককে | হুমকি | দেয়া | নারী | গ্রেপ্তার