আর্কাইভ থেকে আওয়ামী লীগ

বিএনপি রাজাকারকে এমপি, মন্ত্রী বানিয়েছে : হানিফ

বিএনপি রাজাকারকে এমপি, মন্ত্রী বানিয়েছে : হানিফ
বিএনপি রাজাকারকে এমপি, মন্ত্রী বানিয়েছে। বিএনপি হলো রাজাকার এবং রাজাকারের দল। তাই বিএনপি আবার দেশকে টেকব্যাগে নিয়ে যেতে চায়। বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। মাহবুবউল আলম হানিফ বলেন, জঙ্গিদের গ্রেপ্তার করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ব্যথিত হয়েছে। কারণ তাদের আমলেই সৃষ্টি জঙ্গি। টেকব্যাগ বাংলাদেশে বলো কোথায় নিয়ে যেতে চান আপনারা? বিএনপির রাজাকারকে এমপি মন্ত্রী বানিয়েছে। বিএনপির হলো রাজাকার, রাজাকারের দল তাই বিএনপি আবার টেকব্যাগে নিয়ে যেতে চায়। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। দেশব্যাপী সিরিজ বোমা হামলা তার প্রমাণ। জঙ্গি তাদের সৃষ্টি। বিএনপি দেশে গুম-খুন নির্যাতন শুরু করেছিল। টেক ব্যাক বাংলাদেশের মাধ্যমে তারা আবার দেশকে সেই ধারায় নিয়ে যেতে চায়। সেটি হতে দেওয়া হবে না। সব ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে আর পেছনের দিকে, জঙ্গিবাদী চক্রে নিয়ে যেতে দেওয়া হবে না। বিএনপি-জামায়াতকে প্রতিহত করেই আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখব। শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে তাদের ষড়যন্ত্র, এটা দেশের মানুষ হতে দেবে না। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন।

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপি | রাজাকারকে | এমপি | মন্ত্রী | বানিয়েছে | | হানিফ