বেইজিংয়ে ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে খেলোয়াড় ও স্টাফদের আপ্যায়নের জন্য থাকছে রোবট। রুম সার্ভিস থেকে শুরু করে খাবার ডেলিভারি সবকিছুই করবে এই নতুন প্রযুক্তির রোবটগুলো। মূলত করোনা সংক্রমণ এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে আয়োজক দেশ চীন।
আগামী শুক্রবার (০৪ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে শীতকালীন অলিম্পিক গেমস। এবারের আসর অনুষ্ঠিত হবে চীনের রাজধানী বেইজিংয়ে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২ হাজার অ্যাথলেট অংশ নেবে এবারের আসরে। এর সাথে থাকবে ২৫ হাজারেরও বেশি অতিথি। তাদের আপ্যায়নের দায়িত্বে থাকছে রোবট। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে এই রোবটের ভিডিও। সেখানে দেখা যায়, খুব সহজে ও নির্ভুলভাবে অতিথিদের জন্য খাবার ডেলিভারি করছে রোবটরা। শুধু তাই নয়, ভিডিওতে চোখে পড়েছে রোবট রাঁধুনিও।
আসরে কঠোরভাবে মানা হবে কোভিড প্রোটোকল। প্রতিদিন থাকবে পিসিআর টেস্ট। তবে সব ছাপিয়ে করোনাকালে রোবট বাহিনী ব্যবহার করে বেইজিং শীতকালীন অলিম্পিক চলে এসেছে আলোচনার শীর্ষে।
হাসিব মোহাম্মদ