একুশে আগস্ট গ্রেনেড হামলায় জড়িত অপরাধীদের রায় কর্যকরের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’। সোমবার (২১ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এক ব্যানারে এ কর্মসূচির আয়োজন করে তারা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন,
বঙ্গবন্ধু কন্যা দেশের উন্নয়নে হাত দেয়ার সময় ২০০৪ সালের ২১ আগস্ট বিরোধী দলীয় নেত্রী এই নারকীয় হামলা চালিয়েছিলো। তখন দেশের রাজনৈতিক অবস্থা ছিলো পৈশাচিক। বিরোধী দলীয় জোট সরকার তখনো দেশের সার্বভৌমত্ম চায় নি, তারা এখনো চায় না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের জন্ম জনগণের হৃদয়ের উত্তাপ থেকে, কোনো তেলের ড্রাম থেকে নয়। ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে নেতাকর্মীরা রক্ষা করেছিলো। এখন জনগণ তাকে রক্ষা করবে। দেশের মানুষ এখন জেগে উঠেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িতের মধ্যে যারা পালিয়ে আছে, যতদ্রুত সম্ভব তাদের বিচার কার্যকর করা হবে। আমাদের দেশনেত্রী তাদের বিচারের আওতায় আনতে কাজ করে যাচ্ছেন।
উপ-উপাচার্য সুলতান উল-ইসলাম বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় ২৪ জন স্বাধীনতা চেতনা বিশ্বাসী নেতাকর্মীকে জীবন দিতে হয়েছিলো। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জোট সরকার সেইদিন আহতদেরকে হাসপাতালে নিয়ে যেতেও বাধার সৃষ্টি করেছিল। তারা চায় এ দেশকে অন্ধকারের অমানিশায় ডুবে রাখতে। কিন্তু তারা তা পারেনি। ইতিহাসের এই নিকৃষ্টতম ঘটনার বিচারের রায় কার্যকর এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি।
প্রগতিশীল শিক্ষক সমাজের সাচিবিক সদস্য অধ্যাপক এ এইচ এম কামরুল আহসান এর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পুরনজিত মহালদার, আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান, প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম।
এছাড়াও কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ সহ মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের প্রায় শতাধিক শিক্ষক মানববন্ধনে উপস্থিত ছিলেন।