আর্কাইভ থেকে জাতীয়

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো আট জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৬৮ জন । চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৯৩ জন মারা গেলেন। আজ মঙ্গলবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৮৪২ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৩২৬ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪ হাজার ৩৫৯ জন। এর মধ্যে ঢাকায় ৫০ হাজার ১৭০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৫৪ হাজার ১৮৯ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে এ পর্যন্ত বাড়ি ফিরেছেন ৯৬ হাজার ৩৭ জন। এর মধ্যে ঢাকায় ৪৬ হাজার ২৩৪ জন এবং ঢাকার বাইরে ৪৯ হাজার ৮০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।  

এ সম্পর্কিত আরও পড়ুন ডেঙ্গুতে | আরো | ৮ | জনের | মৃত্যু