আর্কাইভ থেকে জাতীয়

ঢাকা-ওয়াশিংটন প্রতিরক্ষা সংলাপ শুরু আজ

ঢাকা-ওয়াশিংটন প্রতিরক্ষা সংলাপ শুরু আজ
রাজধানী ঢাকায় দুদিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দশম প্রতিরক্ষা সংলাপ শুরু হবে আজ বুধবার (২৩ আগস্ট)। সংলাপে ইন্দো-প্যাসিফিক কৌশল (আইপিএস) এবং ওয়াশিংটনের প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট (জিসোমিয়া) ও দি অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট (আকসা) গুরুত্ব পাবে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। দুদেশই বিষয়গুলোতে নিজেদের অবস্থান স্পষ্ট করবে বলেও জানা গেছে। জানা গেছে, ঢাকা সেনানিবাসের এএফডি মাল্টিপারপাস হলে আজ সকাল সাড়ে ৯টায় এ সংলাপ শুরু হবে। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেবে বাংলাদেশ। এ ছাড়া আলোচনায় গুরুত্ব পাবে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা ও সফর বিনিময়, দুর্যোগ মোকাবিলা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন। সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) অপারেশন ও পরিকল্পনা অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রাহমান। ইন্দো-প্যাসিফিক কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জে জেমস সংলাপে অংশ নিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশে এসেছেন। সংলাপের বিষয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার বলেছেন, অবাধ, মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মনোভাব অভিন্ন। সামরিক শিক্ষা, প্রতিরক্ষা এবং আগামী বছর অনুষ্ঠেয় দুর্যোগ মোকাবিলা অনুশীলনসহ আসন্ন সামরিক অনুশীলন নিয়ে এতে আলোচনা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকাওয়াশিংটন | প্রতিরক্ষা | সংলাপ | শুরু | আজ