আর্কাইভ থেকে বাংলাদেশ

বরিশালে করোনা শনাক্ত বেড়ে ৪৭.৫৯ শতাংশ

বরিশালে করোনা শনাক্ত বেড়ে ৪৭.৫৯ শতাংশ
করোনায় গেলো একদিনে কেউ মারা যায়নি বরিশাল বিভাগে। শনাক্ত হয়েছেন ১১১ জন। তবে আগের তুলনায় শনাক্তের হার ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৫৯ শতাংশ। সুস্থ হয়েছেন ১০১ জন। আজ শনিবার (০৫ ফেব্রুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হুমায়ন শাহীন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলাভিত্তিক তথ্যে বরিশালে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ৫৪ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩২৯ জন। মোট মারা গেছেন ২৩২ জন। পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন পাঁচজন। ভোলাতে নতুন ২৫ জন শনাক্ত হয়েছেন। পিরোজপুরে নতুন একজন শনাক্ত হয়েছেন। বরগুনায় নতুন ১০ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৯১ জন। ঝালকাঠিতে নতুন ১৬ জন শনাক্ত হয়েছেন। এ জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ২৬৮ জন। এদিকে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গেলো একদিন অর্থাৎ ২৪ ঘণ্টায় ১৬৬ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৭৯ জনের করোনা পজিটিভ। শনাক্তের হার ৪০ দশমিক ৫৯ শতাংশ। তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন বরিশালে | করোনা | শনাক্ত | বেড়ে | ৪৭৫৯ | শতাংশ