আর্কাইভ থেকে ফুটবল

ম্যাক অ্যালিস্টারের লাল কার্ড বাতিল

ম্যাক অ্যালিস্টারের লাল কার্ড বাতিল
প্রিমিয়ার লিগের ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে ফাউল করে লাল কার্ড দেখেছিলেন ম্যাক অ্যালিস্টার। তবে লিভারপুলের আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হয়েছে সেই লাল কার্ড। যে কারণে আর্জেন্টাইন মিডফিল্ডারের ওপর আরোপ হওয়া ৩ ম্যাচের নিষেধাজ্ঞা থাকছে না। আগামী রোববার নিউক্যাসলের বিপক্ষে পারবেন অ্যালিস্টার। লিভারপুল–বোর্নমাউথ ম্যাচের ৫৮ মিনিটের ডি–বক্সের একটু বাইরে ম্যাক অ্যালিস্টার বোর্নমাউথের রায়ান ক্রিস্টিয়ের পা মাড়িয়ে দেন। তাৎক্ষণিকভাবে ম্যাক অ্যালিস্টারকে লাল কার্ড দেখান রেফারি। খেলা শেষে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) স্বাধীন রেগুলেটরি কমিশনের কাছে আবেদন করে লিভারপুল। সে আবেদনে  অ্যালিস্টারের লাল কার্ড বাতিল করেছে এফএ।  

এ সম্পর্কিত আরও পড়ুন ম্যাক | অ্যালিস্টারের | লাল | কার্ড | বাতিল