আর্কাইভ থেকে বাংলাদেশ

রাজধানীতে কমেছে তাপমাত্রা

রাজধানীতে কমেছে তাপমাত্রা

রাজধানী ঢাকায় শৈত্যপ্রবাহ না থাকলেও তাপমাত্রা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জেলাগুলো এবং সীতাকুণ্ড উপজেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান। 

তিনি জানান, আজকে তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে, রাজধানীতে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল রাজধানীতে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় গতকালের চেয়ে আজকে তাপমাত্রা কমেছে রাজধানীতে।

নাজমুল আরও বলেন, রংপুর বিভাগের সব জেলায় শৈত্যপ্রবাহ আছে। এছাড়া রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলা বাদে সব জেলাতে আছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন রাজধানীতে | কমেছে | তাপমাত্রা