আর্কাইভ থেকে এশিয়া

বোনের যৌন হেনস্থার মামলা না তোলায় ভাইকে খুন, মাকে বিবস্ত্র  

বোনের যৌন হেনস্থার মামলা না তোলায় ভাইকে খুন, মাকে বিবস্ত্র  
দলিত তরুণকে পিটিয়ে খুনের অভিযোগ। ছেলেকে বাঁচাতে গেলে তরুণের মাকেও বিবস্ত্র করে দেয়া হয়েছে বলে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার এই ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় ঘটেছে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং অশান্তি থামায়। নয়জন মূল অভিযুক্তের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। আটজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দলিত তরুণের ১৮ বছর বয়সি বোন ২০১৯ সালে কয়েক জনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিল। তা নিয়ে আদালতেও মামলা শুরু হয়। তরুণের মায়ের দাবি, তার পর থেকেই তাদের পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়া হতে থাকে। রোববার কয়েকজন মিলে তাদের বাড়িতে গিয়ে তার ছেলেকে মারধর করতে শুরু করে। তার মা বলেন, ‘আমার চোখের সামনে ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলছিল ওঁরা। আমি বাধা দিতে গেলে আমার শাড়ি টেনে খুলে দেন। আমার মেয়েকেও মারধর করতে বাদ রাখেননি। আমাদের ঘরে ঢুকে সব তছনছ করে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমার ছেলেটাকে আর বাঁচানো গেলো না। পুলিশ খবর পেয়ে পরে এসেছিল। আমাকে ওই অবস্থায় দেখে একটি গামছা দেয়া হয়। ওই গামছা জড়িয়েই কিছু ক্ষণ দাঁড়িয়ে ছিলাম আমি। পরে কেউ এক জন শাড়ি এনে দেন।’ বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতি অত্যাচারের জন্য বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন। অন্যদিকে, বিজেপির দাবি, ঘটনাটির পর কংগ্রেস হাত গুটিয়ে বসেছিল। যা পদক্ষেপ করার বিজেপির তরফেই করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন বোনের | যৌন | হেনস্থার | মামলা | তোলায় | ভাইকে | খুন | মাকে | বিবস্ত্র |