আর্কাইভ থেকে ক্রিকেট

এশিয়ান গেমসে জন্য বাংলাদেশের দল ঘোষণা

এশিয়ান গেমসে জন্য বাংলাদেশের দল ঘোষণা
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে চীনের হ্যাংজুতে শুরু হবে এশিয়ান গেমসের ১৯তম আসর। টুরনামেন্টটিকে সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৪ সালে এশিয়ান গেমসে সর্বশেষ ক্রিকেট হয়েছিল। জাকার্তায় না থাকলেও এবার এশিয়াডে পুনরায় যুক্ত হয়েছে ক্রিকেট। পুরুষ দলের পাশাপাশি বাংলাদেশ নারী দলও অংশ নিচ্ছে হ্যাংজু এশিয়ান গেমসে। বাংলাদেশ দল নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহকারী অধিনায়ক), সাথী রানী, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, রিতু মনি, লতা মন্ডল, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার , দিশা বিশ্বাস। অতিরিক্ত হিসেবে রয়েছেন-সালমা খাতুন, মুর্শিদা খাতুন, আসরাফী ইয়াসনিম অর্থী।  

এ সম্পর্কিত আরও পড়ুন এশিয়ান | গেমসে | জন্য | বাংলাদেশের | দল | ঘোষণা