আর্কাইভ থেকে দেশজুড়ে

ইউপি সদস্য কর্তৃক ইউপি সচিব লাঞ্ছিত করার অভিয

ইউপি সদস্য কর্তৃক ইউপি সচিব লাঞ্ছিত করার অভিয
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউপি সদস্য কর্তৃক ইউনিয়ন পরিষদের সচিবকে লাঞ্ছিত করার অভিযোগ ঘটেছে। এদিকে লাঞ্ছিত হওয়ায় ঘটনায় বৃহস্পতিবার রাত পনে ৮ টার দিকে বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন ইউপি পরিষদের সচিব সায়েদুল ইসলাম। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদে। রাত ৮ টার দিকে ইউপি সচিব লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিচার চেয়ে অভিযোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত ইউএনও মোছা: মলিহা খানম। অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের সচিব সাজেদুল ইসলামের কাছে ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু মুসা হঠাৎ পরিষদের রেজুলেশন বইটি চান। এ সময় ইউপি সচিব সাজেদুল ইসলাম চেয়ারম্যানের অনুমতি ছাড়া দিতে অস্বীকার জানালে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, এক পর্যায়ে ইউপি সদস্য সচিবকে ধাক্কা মারেন ইউপি সদস্য আবু মুসা । এ সময় উপস্থিত মানুষের অনুরোধ না শুনেই ইউপি সদস্য ইউপি সচিবকে বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখান এবং সদস্য সচিবকে বলেন তুমি বাইরে থেকে আসো আমি এখানকার স্থানীয় আমি যাহা বলিব তোমাকে তাই করতে হবে। তা না হলে আজকে ফুলবাড়ী যাওয়ার পথে খড়িবাড়ী বাজারেই দেখে নেয়ার হুমকি দেন ইউপি সদস্য। এ ঘটনায় ভাঙা মোড় ইউনিয়ন জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের সচিব সাজেদুল হক জানান, আমার বাড়ি দূরে হওয়ায় বিভিন্ন সময়ে আমাকে ইউপি সদস্য মূসা প্রায় সময় কারণে-অকারণে হুমকি-ধামকি দিতো। বৃহস্পতিবার দুপুরে একটি পরিষদের রেজুলেশন বইটি চান। আমি তাকে বলেছি চেয়ারম্যানের অনুমতি ছাড়া কোন রেজুলেশন বই দেয়া যাবে না, একথা বলার সঙ্গে সঙ্গে তিনি আমাকে লাঞ্ছিত করেছে। আমি এর দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য আবু মুসার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি সচিবকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার জানান, ইউপি সচিবেই আমাকে অকথ্য ভাষায় গালি দেন। আমাকে অকথ্য ভাষায় গালি দেয়ার বিষয়টি আমি কর্তৃপক্ষে জানিয়েছি। এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী (ভূমি) কমিশনার মোছা: মলিহা খানম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান,তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এএম/  

এ সম্পর্কিত আরও পড়ুন ইউপি | সদস্য | কর্তৃক | ইউপি | সচিব | লাঞ্ছিত | করার | অভিয