আর্কাইভ থেকে বাংলাদেশ

খায়রুজ্জামানকে দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খায়রুজ্জামানকে দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় গ্রেপ্তার জেলহত্যা মামলার আসামি বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, তার বিরুদ্ধে করা জেলহত্যা মামলা পুনরুজ্জীবিত হবে কিনা সেটা স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় ঠিক করবে।

তিনি আরও বলেন, খায়রুজ্জামানকে ডিপোটেশন সেন্টারে কারাঅন্তরীণ করে রাখা হয়েছে। আবারও তাকে সশরীরে জিজ্ঞাসাবাদ করার এবং মামলাটিকে খতিয়ে দেখার সুযোগ আছে। সেটা আইন মন্ত্রণালয় ভালো বলতে পারবে। যতদ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠিতে অভিবাসন সংক্রান্ত একটি আইন ভাঙার কথা জানিয়েছে। তবে সেটা দূতাবাস জানে। হয়তো ওভার স্টে, যে প্রক্রিয়ায় তিনি ছিলেন হয়তো সেটা এক্সপায়ার করে গেছে। কোনো আইন তিনি ভেঙেছেন সেটার আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শাহরিয়ার আলম বলেন, অভিবাসন সংক্রান্ত আইন ভাঙায় তাকে আটক করা হয়েছে।

এদিকে, বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জাইনুদিন।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন খায়রুজ্জামানকে | দেশে | আনার | চেষ্টা | চলছে | পররাষ্ট্র | প্রতিমন্ত্রী