আর্কাইভ থেকে বাংলাদেশ

ইতালি থেকে আরও এক মরদেহ দেশে আসবে আজ

ইতালি থেকে আরও এক মরদেহ দেশে আসবে আজ

লিবিয়া থেকে ভূমধ্যসাগরের দ্বীপ ইতালির ল্যাম্পেদুসায় যাওয়ার পথে প্রচণ্ড ঠাণ্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের একজনের মরদেহ ইতালি থেকে শুক্রবার দেশে পৌঁছেছে। আরেকজনের মরদেহ আসবে আজ। সূচি অনুযায়ী ২১ ফেব্রুয়া‌রি বিকেলে সবশেষ মরদেহ বাংলাদেশে পৌঁছা‌বে।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) এক বার্তায় ইতালির রোমের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

ঠাণ্ডায় মৃত্যুবরণকারী ছয়জনের মধ্যে মাদারীপুরের রতন জয় তালুকদারের মরদেহ আজ (১২ ফেব্রুয়া‌রি)-দুপুর ১টা ৫৫ মি‌নিট, সদর উপজেলার কামরুল হাসান বাপ্পীর মরদেহ রোববার (১৩ ফেব্রুয়া‌রি( দুপুর ১টা ৫৫ মি‌নিটে, কিশোরগঞ্জে ভৈরব উপজেলার সাইফুল ইসলামের মরদেহ ১৯ ফেব্রুয়া‌রি দুপুর ১টা ৫৫ মি‌নিটে, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ রহমান স্বজনের মরদেহ ১৯ ফেব্রুয়া‌রি দুপুর ২টা ৫৫ মি‌নিট, মাদারীপুরের মোস্তফাপুর গ্রামের মো. জহিরুল মাতাব্বরের মরদেহ ২০ ফেব্রুয়া‌রি দুপুর ২টা ৫৫ মি‌নিটে এবং একই জেলার ঘটকচর গ্রামের সাফায়েত মোল্লার মরদেহ ২১ ফেব্রুয়া‌রি দুপুর ২টা ৫৫ মি‌নিটে দেশে পৌঁছাবে।

গেলো ২৫ জানুয়ারি ইতালির ল্যাম্পাদুসা দ্বীপে যাওয়ার সময় প্রচণ্ড ঠাণ্ডায়  সাত বাংলাদেশির মৃত্যু ঘটনা ঘটে। মৃতদের মধ্যে পাঁচজনের বাড়ি মাদারীপুর এবং দুজনের বাড়ি সুনামগঞ্জে।

হাজার হাজার আশ্রয়প্রার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের প্রধান রুট ইতালিতে অভিবাসীদের নৌকা সাম্প্রতিক মাসগুলোতে বাড়তে দেখা গেছে।

সরকারি তথ্যমতে, এ বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত ইতালির বন্দরে এক হাজার ৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন।

তাসনিয়া রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন ইতালি | আরও | এক | মরদেহ | দেশে | আসবে | আজ