আর্কাইভ থেকে দেশজুড়ে

মাদকসেবনের পর মাতলামি, যুবকের কারাদণ্ড

মাদকসেবনের পর মাতলামি, যুবকের কারাদণ্ড
নওগাঁর সাপাহারে মাদকসেবনের পর মাতলামির অপরাধে এক যুবকের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদন্ড প্রাপ্ত ওই ব্যাক্তির নাম- শাহেন আলম (২৫) । তিনি পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের হাফিজ উদ্দীনের ছেলে। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমডাঙ্গা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। তিনি বলেন, আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল ওই গ্ৰামের শাহেন আলম নামে এক ব্যক্তি মাদকসেবনের পর মাতলামি করতেন। পাশাপাশি বিভিন্ন বাড়িতে চুরি করে থাকেন। এমন তথ্যর ভিত্তিতে দুপুরে ওই গ্ৰামে অভিযান চালানো হয়। এ সময় তাকে মাতলামি করতে দেখা যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি আরও বলেন, পরে আগ্রাদ্বিগুণ রোডে যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে আরব আলী (৩৫) নামে আরও এক জনকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন মাদকসেবনের | মাতলামি | যুবকের | কারাদণ্ড