আর্কাইভ থেকে ক্রিকেট

১০ ওভারের আগেই ৪ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ

১০ ওভারের আগেই ৪ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসারদের গতির সামনে দাঁড়াতে পাড়ছে বাংলাদেশের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে হারাচ্ছে উইকেট। ১০ ওভারের আগেই হারিয়ে ফেলেছে ৪ উইকেট। টস জিতে লাহোরে শুরুতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ফিরে যান মেহেদী হাসান মিরাজ।  তারপর লিটন কুমার দাস ও নাঈম শেখ মিলে  ব্যাটিং সহায়ক উইকেট ভালোই বাউন্ডারি পেতে শুরু করেন।  কিন্তু লিটনের আউটের পর ফিরে যান নাঈমও। হৃদয় এসেও হারিস রউফের গতির কাছে টিকতে পারেননি। নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদির পর হারিস রউফ—পাকিস্তানের বিধ্বংসী পেস বোলিংয়ের তোপে ১০ ওভারের মধ্যেই ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। প্রথম পাওয়ারপ্লেতে এতগুলো উইকেট হারানোর পর পুনর্গঠনের দায়িত্বটা এখন দুই অভিজ্ঞ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ওপর।  

এ সম্পর্কিত আরও পড়ুন ১০ | ওভারের | আগেই | ৪ | উইকেট | হারিয়ে | দিশেহারা | বাংলাদেশ