আর্কাইভ থেকে ক্রিকেট

লিটনের পর ফিরলেন নাঈমও

লিটনের পর ফিরলেন নাঈমও
নাসিমের জায়গায় আসা হারিস রউফের শর্ট বলে পুল করতে গিয়ে খাড়া ওপরে উঠে বল। নিজেই সেটি তালুবন্ধি করেন রউফ।  ২০ রান করেই ফিরে যেতে হলো নাঈম শেখকে। প্রথম পাওয়ারপ্লেতে ৪৫ রানেই ৩ উইকেট হারাতে হলো বাংলাদেশকে।  ব্যাটিং সহায়ক উইকেটে যেটি চাপ বাড়ানোর জন্য যথেষ্ট। বুধবার লাহোরে এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।  প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারে রান তুলতে ব্যর্থ হন নাইম শেখ। দ্বিতীয় ওভারে প্রথম বলেই ফিরে যান ফিরে যান ‘মেকশিফট’ ওপেনার মেহেদী হাসান মিরাজ।  তারপর লিটন কুমার দাস ও নাঈম শেখ মিলে ব্যাটিং সহায়ক উইকেট ভালোই বাউন্ডারি পেতে শুরু করেন। কিন্তু ১৩ বলে ১৬ রান করে আউট হয়ে যান লিটন। এরপর টিকতে পারেননি নাইমও, ফিরে যান ২০ রানেই। ৭.৩ ওভার শেষে ৪৫ রানে বাংলাদেশ হারালো ৩ উইকেট।

এ সম্পর্কিত আরও পড়ুন লিটনের | ফিরলেন | নাঈমও