আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেস থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত শহর রোসারিও। ড্রাগ ও অপরাধীদের অভয়ারণ্য এই শহরের জন্ম নিয়েছিলেন আনহেল দি মারিয়া।
১৯৯২ সালে মাত্র চার বছর বয়সে রোসারিও শহরের ক্লাব রোসারিও সেন্ট্রালের একাডেমিতে যোগ দেন দি মারিয়া। ২০০৫ সালে রোসারিও সিনিয়র দলে অভিষেক হয়েছিল তার। এরপর ২০০৭ সালে শৈশবের ক্লাব ছেড়ে পাড়ি জমান ইউরোপে।
১৮ বছর ইউরোপের নামি দামি কিছু ক্লাবে খেলে নিজেকে অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেন দি মারিয়া। দীর্ঘ পথ চলা শেষে আবারও শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালেই ফিরে গেলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
ক্লাবটিতে আরও আগেই ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু অঞ্চলটিতে মাদক কারবারিদের হুমকির জন্য নিজেকে আটকে রাখেন।
রোসারিও শহরেরই যেই বাড়িতে পরিবার নিয়ে থাকতেন দি মারিয়া, সেখানে গেল বছরের মার্চে অজ্ঞাত কেউ হুমকি সংবলিত কাগজ ছুড়ে দেয়। কাগজে লেখা ছিলো দি-মারিয়া যদি শহরে ফেরেন, তাহলে প্রাদেশিক গভর্নরও তার পরিবারকে নিরাপত্তা দিতে পারবেন না।
সেই হুমকির কারণে গেলো বছর না ফিরলেও এবার আর থামলেন না। সোমবার গিগান্তে দে আরোয়িতো স্টেডিয়ামে দি মারিয়াকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছে রোসারিও সেন্ট্রাল।