আন্তর্জাতিক

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক

শারীরিক অবসাদজনিত কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর ছাড়পত্র পেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। রোববার (১৩ জুলাই) বিকেলে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। মাহাথিরের কার্যালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, রোববার ক্লান্তিজনিত উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন মাহাথির। পরে মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে তাকে বাসায় ফেরার অনুমতি দেয়া হয়। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,  মাহাথির মোহাম্মদ তার ১০০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক পিকনিক অনুষ্ঠানে অংশ নেন। ওই অনুষ্ঠানে তিনি এক ঘণ্টা সাইকেল চালান এবং এরপর ক্লান্তিবোধ করায় অনুষ্ঠান থেকে আগেভাগেই চলে যান।

এ অনুষ্ঠানটি ছিল মাহাথিরের জন্মদিন উদযাপনের পাশাপাশি তার স্ত্রী হাসমাহ মোহাম্মদ আলীর ৯৯তম জন্মদিন (যা এক দিন আগে ছিল) উপলক্ষে আয়োজিত একটি পারিবারিক মিলনমেলা।

৯৮ বছর বয়সী মাহাথির মোহাম্মদের দীর্ঘদিন ধরে হৃদরোগজনিত সমস্যা রয়েছে। এর আগে তিনি একাধিকবার হার্ট বাইপাস সার্জারি করেছেন এবং গত বছরও তাকে শ্বাসতন্ত্র সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, মাহাথির মোহাম্মদ ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৮ সালে তিনি বিরোধী জোটের নেতৃত্বে ঐতিহাসিক বিজয় অর্জন করে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। তবে দলীয় কোন্দলের কারণে তার দ্বিতীয় মেয়াদের সরকার দুই বছরের কম সময়েই ভেঙে পড়ে।

 

সূত্র: আরব নিউজ

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মাহাথির মোহাম্মদ #মালয়েশিয়া