আর্কাইভ থেকে বাংলাদেশ

বিএনপিকে নতুন করে নাম জমার সময় দিলো সার্চ কমিটি

বিএনপিকে নতুন করে নাম জমার সময় দিলো সার্চ কমিটি

রাজনৈতিক দলগুলোর নাম জমা দেওয়ার সময় শেষ হলেও বিএনপির পক্ষ থেকে কোনো নাম জমা দেয়নি। তাই বিএনপির জন্য নাম জমা দেওয়ার সময় বাড়িয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি। 

সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান আগামীকাল সোমবার বিকেল ৫টার মধ্যে এ নামের তালিকা জমা দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ রোববার (‌১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ৩য় ও শেষ বৈঠকের শুরুতে এ আহ্বান জানান কমিটির প্রধান।

এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দুটি বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তির কাছ থেকে তিন শতাধিক নাম পেয়েছে সার্চ কমিটি।

সচিব জানান, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে ১৩৬ জন, পেশাজীবীদের কাছ থেকে ৪০ জন, ব্যক্তিগতভাবে ৩৪ জন এবং বিভিন্ন ই-মেইলের মাধ্যমে ৯৯ জনের নাম পেয়েছে সার্চ কমিটি। এক নাম হয়তো চার-পাঁচবার আসতে পারে। সেগুলো বিশ্লেষণ করলে প্রকৃত সংখ্যা জানা যাবে বলে জানান তিনি।

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। নবগঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।

‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপিকে | নতুন | করে | নাম | জমার | সময় | দিলো | সার্চ | কমিটি