আর্কাইভ থেকে বাংলাদেশ

হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে: আসাদউদ্দিন ওয়েইসি

হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে: আসাদউদ্দিন ওয়েইসি

কর্নাটকের শিক্ষাঙ্গনে হিজাব নিয়ে চলা বিতর্কের আঁচ দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষিতে অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলিমিন বা মিম দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসির মন্তব্য, হিজাব পরা মেয়েই এক দিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। 

রোববার সাংসদ আসাদউদ্দিন নেটমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘‘হিজাব পরা মহিলা কলেজে যাবেন, জেলা কালেক্টর হবেন, জেলাশাসক, চিকি়ৎসক, ব্যবসায়ী ইত্যাদি হবেন।’’ সভায় উপস্থিত একঝাঁক মানুষের উদ্দেশে আসাদউদ্দিনকে বলতে শোনা যায়, ‘‘যদি আমাদের মেয়েরা হিজাব পরতে চায়, তাদের বাবা-মায়েরা সমর্থন করবেন, তার পর দেখি কে আটকায়।’’ তার পর যোগ করেন, ‘‘তখন আমি হয়তো বেঁচে থাকব না, কিন্তু আমার কথা মনে রাখুন, এক দিন হিজাব পরা মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবেন।’’

এ নিয়ে তাঁর কাছে বিশদে প্রতিক্রিয়া নিতে গেলে সংবাদমাধ্যমের সামনে আর কিছু বলতে চাননি ওয়েইসি। অন্য দিকে তাঁকে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দীনেশ শর্মা। তাঁর দাবি, এ ভাবে উত্তরপ্রদেশ জুড়ে সাম্প্রদায়িকতার বীজ ছড়াতে চাইছে বিরোধীরা। বিজেপি নেতার দাবি, ‘‘সমাজবাদী পার্টির ‘বি-টিম’ হল মিম।’’

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন হিজাব | পরা | মেয়েই | একদিন | ভারতের | প্রধানমন্ত্রী | হবে | আসাদউদ্দিন | ওয়েইসি