আর্কাইভ থেকে বাংলাদেশ

ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবিত নাম জানা যাবে মঙ্গলবার

ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবিত নাম জানা যাবে মঙ্গলবার

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটি কাদের নাম প্রস্তাব করা হচ্ছে তা জানা যাবে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি)। ওই দিন বিকেলে কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে নামের তালিকা। ওই নাম পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। জানালেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) বিশিষ্টজনদের সঙ্গে কমিটির তৃতীয় দফার বৈঠকের তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) বিশিষ্টজনদের সঙ্গে কমিটির তৃতীয় দফার বৈঠকের তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেসব রাজনৈতিক দল নাম প্রস্তাব করেনি তারা আগামীকাল (সোমবার) বিকেল ৫ টা পর্যন্ত করতে পারবে।

তিনি বলেন, এ পর্যন্ত ৩২৯ জনের নাম পেয়েছি। এরমধ্যে ১৩৬ জনের নাম প্রস্তাব করেছে রাজনৈতিক দল। তাদের নাম সোমবার সন্ধ্যার পর প্রকাশ করা হবে।

এর আগে বিকেলে তৃতীয় দফা বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি।

সার্চ কমিটির ডাকা তৃতীয় বৈঠকে মুক্তিযুদ্ধের সপক্ষের, সাহসী ও সৎ লোককে নিয়ে নির্বাচন কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন বিশিষ্টিজনরা।

এ সম্পর্কিত আরও পড়ুন ইসি | গঠনে | রাষ্ট্রপতির | কাছে | প্রস্তাবিত | নাম | জানা | মঙ্গলবার