আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার

বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার
অক্টোবরের ৫ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত বিশ্বকাপের জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০ জনের এই তালিকায় প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে জায়গা করে নিয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বিশ্বকাপের জন্য শুক্রবার (৮ সেপ্টেম্বর) ম্যাচ অফিসিয়ালদের এই তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০১০ সালে আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ারিংয়ে অভিষিক্ত হন শরফুদ্দৌলা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে অভিষিক্ত হন তিনি। এরপর ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভিষিক্ত হন বনেদি ফরম্যাটের ক্রিকেটে। চলতি বছরের এপ্রিলে দ্বিতীয় বাংলাদেশি আম্পায়ার হিসেবে তিনি জায়গা করে নেন আইসিসির ইমার্জিং আম্পায়ার প্যানেলে। তারই ধারাবাহিকতায় এবারে বিশ্বকাপের মঞ্চে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপে | প্রথম | বাংলাদেশি | আম্পায়ার